বিষয়বস্তুতে চলুন

মানসিংহ/অন্নদার মজুন্দারে অভয় দান

উইকিসংকলন থেকে

অন্নদার মজুন্দারে অভয়দান।

 স্ততি কৈলা মজুন্দার, স্মৃতি হৈল অন্নদার, আসিয়া দিল্লীতে উত্তরিলা। জয়া বিজয়ারে লয়ে, আকাশ ভারতী কয়ে, মজুন্দাবে অভয় করিলা॥

 ভয় কি রে অরে ভবানন্দ। মোর অনুগ্রহ যারে, কে তারে বধিতে পারে, দুঃখ যারে পাইবে আনন্দ॥ পাপী পাতশার পুত, আমারে কহিল ভূত, ভালমতে ভূত দেখাইব। পাতশাহী সরঞ্জাম, যত আছে ধুমধাম, ভূত দিয়া সব লুটাইব॥ যতেক বেদের মত, সকলি হইল হত, নাহি মানে আগম পুরাণ। মিছা মালা ছিলি মিলি, মিছা জপে ইলি মিলি, মিছা পড়ে কলমা কোরাণ॥ যত দেবতার মঠ, ভাঙ্গি ফেলে করি হঠ, নানামতে করে অনাচার। বামণ পণ্ডিত পায়, থুথু দেয় তার গায়, পৈতা ছেড়ে ফোটা মোছে আর॥ এত বলি মহামায়া, দিয়া তারে পদ ছায়া, রক্ষাহেতু জয়ারে রাখিলা। ডাকিনী যোগিনী ভূত, ভৈরব বেতাল দূত, সঙ্গে লয়ে সহরে চলিলা॥ জয়া নিজগণ লয়ে, রহিল রক্ষক হয়ে, আনন্দে রহিল মজুন্দার। মোগলে ছুইতে যায়, ভূতে ঢেকা মারে তায়, ব্রহ্মদৈত্য করয়ে প্রহার॥ যবনের ধুমধাম, ভূত হাঁকে হুম হাম, মহামারি পড়িল মশানে। কহে রায় গুণাকর, অন্নপূর্ণা দয়া কর, পরীক্ষিত তনু ভগবানে॥