মিঠেকড়া/খাদ্য সমস্যার সমাধান
অবয়ব
< মিঠেকড়া
(পৃ. চিত্র-২৭)
খাদ্য সমস্যার সমাধান
বন্ধু:
ঘরে আমার চাল বাড়ন্ত
তােমার কাছে তাই,
এলাম ছুটে, আমায় কিছু
চাল ধার দাও ভাই।
মজুতদার:
দাড়াও তবে, বাড়ির ভেতর
একটু ঘুরে আসি,
চালের সঙ্গে ফাউও পাবে
ফুটবে মুখে হাসি।
মজুতদার:
এই নাও ভাই, চাল কুমড়াে,
আমায় খাতির করাে,
চালও পেলে কুমড়াে পেলে
লাভটা হলাে বড়াে৷