বিষয়বস্তুতে চলুন

মুরলী/৪২

উইকিসংকলন থেকে

৪২
পাবনা তারে কি হায়।
বেহাগড়া মিশ্র কীর্ত্তন—ত্রিতালী।

কেবা ওই নেচে নেচে যায়
গায় হরিনাম;
পুলকে পুরিত ভূবন মোহিত—
(হেরি) মদন মোহন ঠাম।
আঁখি বারি ঝরে,
নাচে প্রেম ভরে
ভুলেছে সে আপনায়;
প্রলাপ বিলাপ,
গানেতে আলাপ
করে সে প্রেম মদিরায়।
এ হেম মুরতি
জগজন পতি
ধুলি ধূসরিত কায়;
বিকাইতে পায়
প্রাণ মম চায়,
পাব না তা’রে কি হায়।