মুরলী/৫

উইকিসংকলন থেকে
আকাঙ্‌ক্ষা।
পরজ-মিশ্রিত কীর্ত্তন—একতালা

শুধু চেয়ে র’ব মুখ পানে—
সারাটী রজনী, শুন গুণমণি
আমি পলক-বিহীন নয়নে।
কুলের কামিনী
কলঙ্ক না মানি’
শরণ লইনু চরণে।
তুমি মোর জ্ঞান,
তুমি মোর ধ্যান,
আর কিছু নাহি মোর;
এস এস সখা
দিলে যদি দেখা,
ও রূপে হইলু ভোর।
বসিতে আসন,
কি দিব এমন
এস, ব’স হৃদি’ পরে;
বাহুযুগে বাঁধি’
রাখি নিরবধি

চুমি ও অধর ‘পরে।
ভাঙ্গা বুক খানি
রেখেছি হে পাতি’
তোমার কামনা করি’;
হৃদয় ভরেছি
প্রেম-সিন্ধু-নীরে
সিনা’ব যতন করি’।
স্ফুরিত চিকুরে
মুছাইব তব
রাতুল চরণ তল;
তাপিত পরাণ
করিব শীতল
লভিব তীরথ ফল।
তুমি গো আমার,
আমি গো তোমার,
জীবনে অথবা মরণে,
তুমি মোর সব,
তুমি বিনা শব
আমি গো শয়নে স্বপনে।