মুরলী/৮

উইকিসংকলন থেকে
প্রশ্ন।
যোগিয়া—কাওয়াল।

কে গো বিদেশিনী,
কেন বিষাদিনী,
দাঁড়ায়ে কুঞ্জের দ্বারে।
কিবা দুখরাশি
বল গো প্রকাশি,
কি ব্যথা মরম মাঝারে।
তব মুখ হেরে,
শ্যাম মনে পড়ে,
(আমি) জ্বর জ্বর ওগো স্মর-শরে।
কে তুমি ললনা,
বল না, বল না
কহ গো সরল অন্তরে।
ওগো বিদেশিনী,
আমি পাগলিনী
যাচি পরিচয় সকাতরে
কহ পরিচয় রাধারে।