মেঘ ঢাকা আলো/আকাশের চাঁদ

উইকিসংকলন থেকে

একফালি চাঁদ আকাশে;
তাকে দেখে মনে হয় হৃদয়ের,
সে যেন আমাকে ভালবাসে॥

ভালবাসা এক পবিত্র—স্মৃতি
যা পুরানো জীবন থেকে—
নুতন জীবনেতে ফিরে আসে।

বিশাল আকাশটারে,
দেখি প্রাণ ভরে—
মনটাকে শুণ্য করে।
অস্তরের যা কিছু;
বেদনার নদী হয়ে
বয়ে যায় জীবন সাগরে॥

মন আমার আজ সর্বদাই
বাস্তব হারিয়ে স্বপ্ন ভাসে॥