বিষয়বস্তুতে চলুন

রেণু/অনিবার্য্য

উইকিসংকলন থেকে

অনিবার্য্য।

তোমার জীবনে   আমার স্বপনে
বাঁধন পড়িবে কেন?
সাগরের জলে   উতলা পবনে
মেশে যে, কে শোনে হেন?
ক্ষণিক পরশে মহা কোলাহল,
নেচে নেচে ওঠে তরঙ্গ চঞ্চল
বেলা-বক্ষ পরে   মহারঙ্গ ভরে
অধীর সলিল পশে,
পুরাণ জীবন   টুটিয়া বাঁধন
অগাধ অতলে খসে।
তার পরে হায়   সাধ মিটে যায়,
বায়ু চলে যায় ভেসে;
বিলাপ গাহিয়া   উদাসীর প্রায়,
সুদূর আকাশে মেশে।
খেলা থেমে যায়, সিন্ধু বক্ষ 'পরে
শ্রান্ত উর্ম্মি মালা লুটাইয়া পড়ে,
সীমা-হীন বারি   আপনা বিস্তারি
দিগন্তে মিশায় ধীরে,
ভগ্নতট রেখা   শুধু যায় দেখা
প্রশান্ত জীবন তীরে।