রেণু/আকাঙ্ক্ষা
অবয়ব
(পৃ. ৪৬)
আকাঙ্ক্ষা।
এই প্রেম গীতি খানি বহে যাক ধীরে
নির্ঝর ধারার মত তার দুই তীরে
বিছায়ে কোমল সুখ শ্যাম দূর্ব্বারাজি
ফুটায়ে কুসুম শত ধরণীরে আজি
করুক সুন্দরতর, দরিদ্র কুটীরে
লয়ে যাক ক্ষুধাশান্তি, স্নিগ্ধ স্বাদু নীরে
দূর করি দিক্ তৃষা, প্রাসাদের তলে
ধরণীর ব্যথা যত করুণ কল্লোলে
শুনায়ে বহিয়া যাক, গ্রামে গ্রামান্তরে
নগর নগরী বক্ষে অরণ্যে প্রান্তরে
দিক স্নেহ, দিক দয়া, দিক শান্তি বারি
নিরন্তর সুনির্ম্মল লাবণ্য বিস্তারি
আপন অতল বক্ষে, ক্রমে একদিন
মহা সিন্ধু গীত মাঝে হইবে বিলীন!