বিষয়বস্তুতে চলুন

রেণু/আশঙ্কা

উইকিসংকলন থেকে


আশঙ্কা।

গত বসন্তের স্মৃতি শ্যাম পত্ররাজি
শুষ্ক জীর্ণ পাণ্ডু হয়ে ঝরিতেছে আজি
পথ তরু তলে, নব শরত পবনে
সেই জীর্ণ পত্র গুলি ম্লান ধূলি সনে
যেতেছে উড়িয়া, শেষ স্মৃতি বরষার
ক্ষীণ অশ্রুবিন্দুভরা ফুল্ল সুকুমার
শরতের মেঘ, মিলাতেছে ধীরে ধীরে;
আমি ভাবিতেছি আজ নয়নের নীরে
প্রিয়তম মিলনের সুখ স্মৃতি গুলি
এমনি কি দিতেছ ছড়ায়ে, গেছ ভুলি
অশ্রু মোর অতি স্বচ্ছ নীলাম্বর সম?
মুঞ্জরিবে কিশলয় নগ্নতরু পরে
মধুমাসে, ভুলে যদি থাক প্রিয়তম
আমার বসন্ত গত চিরদিন তরে!