ললিতাসুন্দরী ও কবিতাবলী/কবিতাবলী/নিশান্তে

উইকিসংকলন থেকে
নিশান্তে।

তুমি জাগিতে নারিলে।
এখনো রজনী আছে, এখনো চন্দ্রমা আছে,
এখনো চন্দ্রিকা খেলে তরল-সলিলে;
প্রিয়ে, জাগিতে নারিলে।
এখনো ডাকে নি পাখী, ঢুলিয়ে পড়িল আঁখি,
ভালবাসা সুখ-আশা ভাসাইয়ে দিলে,
প্রিয়ে, জাগিতে নারিলে।

তুমি জাগিতে নারিলে।
এখনো আকাশ’ পরে, তারারাশি খেলা করে,
এখনো কোকিল গায় মলয়-আনিলে;
প্রিয়ে, জাগিতে নারিলে।
এমন চাঁদের করে, নয়ন মুদিত করে’,
ভালবাসা সুখ-আশা সকলি ভুলিলে;
প্রিয়ে, জাগিতে নারিলে।


তুমি জাগিতে নারিলে।
চেয়ে দেখ, প্রাণেশ্বরি, সোণার নূপুর পরি,
অই আসে ঊষা দেবী গগনের নীলে;
প্রিয়ে, জাগিতে নারিলে।
এখন চাঁদের করে, কুসুমনিকর ঝরে,—
তোমারো যুগল আঁখি মুদিত করিলে,
প্রিয়ে জাগিতে নারিলে।

তুমি জাগিতে নারিলে।
প্রাণেরে অধিক করে’,রাখিহু হৃদয়ে তো’রে,
তবুও যুগল আঁখি মুদিত করিলে,
প্রিয়ে, জাগিতে নারিলে।
এ প্রেম তোমার, হায়, জাগিবে না পুনরায়,—
মোর আশা ভালবাসা ভাসাইয়ে দিলে;
প্রিয়ে, জাগিতে নারিলে।