লালন-গীতিকা/১০৭

উইকিসংকলন থেকে

১০৭

মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে।
সে কি অন্ত তত্ত্ব মানে॥
মাটির ঢিবি, কাঠের ছবি
ভূত ভাবি সব দেব আর দেবী
ভোলে না সে এসব রূপী,
ও যে মানুষ-রতন চেনে॥
জিন-ফেরেস্তার খেলা,
পেঁচো পেঁচি আলা ভোলা—
তার নয়ন হয় না ভোলা,
(ও সে) মানুষ ভজে দিব্যজ্ঞানে॥
ফেও-ফেঁপি ফেকসা যারা
ভাকা-ভুকোয় ভোলে তারা,

লালন তেমনি চটা-মারা
ও ঠিক দাঁড়ায় না একখানে॥