লালন-গীতিকা/১৫৩

উইকিসংকলন থেকে

১৫৩

দিল-দরিয়ায় ডুবে দেখ না।
অতি অজান খবর যাবে জানা॥
আলখানার শহর ভারি,
তাহে আজব কারিগুরি,
উত্তরায় পানি নাই ভিটে ডোবে ভাই,
কি প্রতারি এ কারখানা॥
ত্রিবেণীর পিছন ঘাটে,
বিনে হাওয়ায় সোজা ছোটে,
ও সে বোবায় কথা কয় কালায় শুনতে পায়,
আধলাতে পরখ করছে সোনা॥
কহিবার যোগ্য নয় সে কথা
সাগরে ভাসে জগৎ-মাতা
লালন বলে, সে মার উদরে পিতা
জন্মে পত্নীর দুগ্ধ খেলে সে না॥