লালন-গীতিকা/১৬৬

উইকিসংকলন থেকে

১৬০

শুদ্ধ প্রেম রসিক বিনে চিনে[১] কে তায়[১]
যার নাম আলেক মানুষ আলেকে রয়॥
রসিক রস অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূল খণ্ড হয়॥
নীরে নিরঞ্জন আমার
আধ-লীলে করে প্রচার

হোলে আপন জন্মের বিচার
সব জানা যায়॥
আপনার জন্ম-লতা
খুঁজগে তার মূলটি কোথা
লালন কয়, হবে সেথা
সাঁইর পরিচয়॥

  1. ১.০ ১.১ কে তারে পায়