লালন-গীতিকা/১৮৩

উইকিসংকলন থেকে

১৮৩

দেখলাম কি কুদরতিময়।
বিনা[১] বীজে আজগবি গাছ চাঁদ ধরেছে তায়॥
নাই সে গাছের আগাগোড়া
শূন্যভরে আছে খাড়া
ফল[২] ধরে তার ফুলটি[২] ছাড়া
দেখে ধাঁধাঁ হয়॥
বলবো কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সৌরভেতে হরে ক্ষুধা
দরিদ্রতা যায়॥
জানলে[৩] গাছের অর্থবাণী
চেতন বটে সেহি ধনি
গুরু বলে তারে মানি,
লালন ফকির কয়॥

  1. বিনে
  2. ২.০ ২.১ ফুল ধরে তার ফলটি
  3. জেনলে