লালন-গীতিকা/১৮৫

উইকিসংকলন থেকে

১৮৫

চাতক-স্বভাব না হলে।
অমৃত মেঘের বারি কথায় কি মেলে॥
শুধু মুখের কথায় নয় রে॥
মেঘে কত করে[১] ফাঁকি
তবু চাতক মেঘের ভুখি
তেমনি নিরিখ রাখলে আঁখি
সাধক বলে॥

চাতকেরি এমনি ধারা—
অন্য বারি খায় না তারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
মেঘের জল না হ’লে[২]
মন হয়েছে পবন গতি
উড়ে বেড়ায় দিবারাতি
লালন বলে, গুরু-প্রীতি
ও মন রয় না সুহালে॥

  1. রে
  2. বিনে