লালন-গীতিকা/২২৩

উইকিসংকলন থেকে

২২৩

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়।
যারে শুধাই সেই বলেনা মর্ম কোথা পাই॥
যে দিনে সাঁই নিরাকারে
ভেসেছিলেন ডিম্ব ভরে,
কি রূপ থেকে তার মাঝারে
কি রূপে গণ্য হয়॥
সে তার রূপ ছিল যখন
বাহন রূপ তার পায় পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেহি দয়াময়॥

জগৎপতি সোব্‌হানে
বরকত কে মা বল্লেন কেনে
তার পতি কি নয় সে জনে
লালন ভাবে তাই॥