লালন-গীতিকা/৩৯৭

উইকিসংকলন থেকে

৩৯৭

বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শমন সন্তোষপুরে॥
যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোস কবুলতি
হরদমে নাম রেখো বসতি
এখন ভুলেছো তারে॥
আইন-মাফিক নিরিখ দে না
তাতে কেনে ইতরপানা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে॥
সুখ পেলে হও সুখে ভোলা
দুখ পেলে হও দুখ-উতলা
লালন কয়, সাধনের খেলা
কিসে জুত ধরে॥