লালন-গীতিকা/৩৯৯

উইকিসংকলন থেকে

৩৯৯

দিনে দিনে হ’ল আমার দিন আখেরি।
আমি ছিলাম কোথায় এলাম কোথা
আবার যাবো কোথায় সদায় ভেবে মরি॥
বসত করি দিবারাতে
ষোল জন বোম্বেটের সাথে
আমায় যেতে দেয় না সরল পথে
আমায় কাজে কাজে করে দাগাদারি॥
বাল্যকাল খেলায় গেল
যুবকাল কলঙ্ক হ’ল
আবার বৃদ্ধকাল সামনে এল
মহাকালে করলে অধিকারী॥
যে আশায় ভবে আসা
তাতে হ'ল ভগ্নদশা
লালন বলে, হায় কি দশা
আমার উজাইতে ভেটেন প'ল তরী॥