লালন-গীতিকা/৪৩২

উইকিসংকলন থেকে

৪৩২

সোনার মান গেল রে ভাই বেঙ্গা এক পিতলের কাছে।
সাল সাল পোটুকের ফের
কোষ্টার বানাত দেশ জুড়েছে॥
বাজিল কেলির আরতি
পিছ প'লো ভাই মালীর প্রতি
ময়ূরের নৃত্য দেখে পেঁচায়
কেমন ধরতে বসে॥
শালগ্রামকে করিয়ে নোড়া
ভুতের ঘরে ঘণ্টা নাড়া
কলির তো এমনি দাড়া
আসল কাজে সব ভুল পড়েছে॥
সবাই কেনে পিতল দানা
জহুরির তো মূল হল না
লালন কয়ে গেল, জানা
চটকে জগৎ মেতেছে॥