লালন-গীতিকা/৪৪৪

উইকিসংকলন থেকে

৪৪৪

ফেরেব ছেড়ে করো ফকিরি।
দিন তোর হেলায় হেলায় হ’ল আখেরি॥
ফেরেবি ফকিরি দাড়া
দরগা নিশান ঝাণ্টাগাড়া
গলে বেঁধে ছড়া-মড়া
সিন্নি খাওয়ার ফিকিরি॥
আসল ফকিরী মতে
বাহ্য আলাপ নাইগো তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধ গো-বোধের চটক ভারী॥
নাম গোয়ালা কাজী ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
সাধুর কাছে জুয়াচুরি॥