লালন-গীতিকা/৮৭

উইকিসংকলন থেকে
৮৭

দেখবি যদি সে চাঁদেরে।
যা, যা, কারণ সমুদ্দুরের পারে॥
তারুণ্য কারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি,
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে॥

যাসনেরে সামান্য নৌকায়
সে নদীর বিষম ওড় খায়
গেলে প্রাণ হবি নাশ
থাকবি অপযশ পারে।
যদি সাজাও প্রেমের তরীরে॥
কারণ সমুদ্দুর পারে
গেলে পায় অধর চাঁদেরে
কারণ সমুদ্দুর পার হয়ে গুরুর,
যা রে লালন সৎগুরুর বাক ধ’রে॥