পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের সাক্ষাৎ শিষ্য ।হরিচাঁদ ঠাকুরের মৃত্যু ১৮৭৮ সালের ১৩ই মার্চ , তার মৃত্যুর ২৪ বছর পর তারক সরকার হরিলীলামৃত লেখা শুরু করেন , হরিচাঁদ ঠাকুরের মৃত্যু ৩৯ বছর পর লীলামৃত প্রকাশিত হয় । ১৯০২ সালের কিছু পরে লেখা শেষ হয় । ১৯১৪ সালের কোনো এক সময়ে তারক সরকারের মহাপরিনির্বান ঘটে যেটি বাংলায় ১লা অগ্রহায়ণ ১৩২১সাল ।
এই লেখকের লেখাগুলি ১লা জানুয়ারি ১৯২৬ সালের পূর্বে প্রকাশিত রচনাসমূহ এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে । লেখকের মৃত্যুর পরে প্রকাশিত লেখা, অনুবাদ এবং সম্পাদনাসমূহ কপিরাইটের অন্তর্ভুক্ত থাকতে পারে। মরণোত্তর লেখাগুলি নির্দিষ্ট কিছু দেশে বা প্রকাশিত দেশে কত বছর পূর্বে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে কপিরাইট থাকতে পারে।