সুচারু দেবী, মহারাণী (১৮৭৪ - ১৯৫৯) কলিকাতা । পিতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। স্বামী -_ ময়ূরভঞ্জের মহারাজা রামচন্দ্র ভঞ্জদেব। কাব্য, সঙ্গীত ও চিত্রবিদ্যায় বিশেষ পারদর্শিনী ছিলেন। তার অঙ্কিত বহু চিত্রে নৈপুণোর পরিচয় পাওয়া যায়। কিছুদিন “পরিচারিকা' পত্রিকা পরিচালনা করেন। সমাজকল্যাণমূলক কাজেও তিনি নিযুক্ত ছিলেন। রচিত গ্রন্থ: “ভক্তি-অর্ঘ্য” ও 'প্রণতি'।
এই লেখকের আংশিক বা সব রচনাগুলি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।