শিং নেই তবু নাম তার সিংহ

উইকিসংকলন থেকে
হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত
কিশোর কুমার গীত
লুকোচুরি চলচ্চিত্রে ব্যবহৃত
(পৃ. )

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব

শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
দাও ভাই নাকে এক টিপ নস্যি
খাও তারপরে একমগ লস্যি
লাগে ঝুরি ঝুরি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো
ছিকছিক ছিকছিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক

দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেঁটে আগ্রা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে
নয় নয় এ তো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে
কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে
টক টক টক টক টরেটক্কা
আর কত দূরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক

গোলগাল বিশু নন্দী
দিনরাত আঁটে ফন্দি
ঝুড়িঝুড়ি ভুরিভুরি বড় বড় কথা বলে
তাগড়াই বেঁটে বড়দা
খায় পান সাথে জর্দা
কুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে
কুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে
এ বাড়ির খেঁদি চায় ভুরু কুঁচকে
ও বাড়ির খ্যাঁদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।