বিষয়বস্তুতে চলুন

শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১১

উইকিসংকলন থেকে

(হাম্বীর-খাম্বাজ মিশ্র, একতালা)

শ্রীমাধব রাধাকান্ত; বংশীবদন, কংস-নিধন, মধুসূদন অনন্ত।
নবঘন-ঘন-নীলবরণ, চরণে তরুণ অরণ-কিরণ,

পরিহিত চারু পীতবসন, দরশন হরে জ্ঞান,—
রাম রাম বামন মনোমোহন ঘন শ্যাম;
সা রে গা মা পা  ধা নি সা
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হে,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম হে,
রেখ হে অন্তে চরণ-প্রান্তে, সরোজ সুপথ-প্রান্ত। ১১॥