সঞ্চয়িতা/ধরণী, দূরে চেয়ে
অবয়ব
(পৃ. ৭৪৫-৭৪৬)
৩৭
ধরণী দূরে চেয়ে
কেন আজ আছিস জেগে
যেন কার উত্তরীয়ের
পরশের হরষ লেগে!
আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,
মুখে চায় কোন্ অতিথি
আকাশের নবীন মেঘে।
ঘিরেছিস মাথায় বসন
কদমের কুসুমডোরে,
সেজেছিস নয়ন-পাতে
নীলিমার কাজল প’রে।
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলে
আলোকের ঝলক ঝলে
পরানের পুলকবেগে!
[বর্ষামঙ্গল
১৩৩২]
১৩৩২]