সঞ্চয়িতা/বিলম্বিত

উইকিসংকলন থেকে

বিলম্বিত

অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি।
তখন ছিল দখিন হাওয়া আধ্‌ঘুমো আধ্‌জাগা,
তখন ছিল সর্ষেখেতে ফুলের আগুন লাগা,
তখন আমি মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে
পথে বাহির হয়েছিলেম রুদ্ধ কুটির থেকে।

অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি।

বসন্তের সে মালা
আজ কি তেমন গন্ধ দেবে নবীনসুধা-ঢালা?
আজকে বহে পুবে বাতাস, মেঘে আকাশ জুড়ে,
ধানের খেতে ঢেউ উঠেছে নব-নবাঙ্কুরে,
হাওয়ায় হাওয়ায় নাইকো রে হায় হাল্কা সে হিল্লোল—
নাই বাগানে হাস্যে গানে পাগল গণ্ডগোল।
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি।

হল কালের ভুল,
পুবে হাওয়ায় ধরে দিলেম দখিন হাওয়ার ফুল।
এখন এল অন্য সুরে অন্য গানের পালা,
এখন গাঁথো অন্য ফুলে অন্য ছাঁদের মালা।
বাজছে মেঘের গুরুগুরু, বাদল ঝরঝর,
সজল বায়ে কদম্ববন কাঁপছে থরথর।
অনেক হল দেরি,
আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি।

 ২৬ জ্যৈষ্ঠ ১৩০৭