সঞ্চয়িতা/বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
অবয়ব
(পৃ. ৭৩৬)
১৬
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো।
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো।
ভরা সে পাত্র তারে বুকে ক’রে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে;
লও তুলে লও আজি নিশিভোরে, প্রিয় হে প্রিয়।
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল।
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো।
এ রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্পসুবাস;
এরি ’পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো।
শান্তিনিকেতন
১৩ পৌষ ১৩২১
১৩ পৌষ ১৩২১