সিরাজদ্দৌলা (নাটক)/দ্বিতীয় অঙ্ক/পঞ্চম গর্ভাঙ্ক

উইকিসংকলন থেকে

পঞ্চম গর্ভাঙ্ক

কলিকাতা—ফোর্ট উইলিয়াম মধ্যস্থ গৃহ

ক্লাইব, ওয়াল্‌স্, স্ক্রাফ্‌টন ও ওয়াটসন্

ক্লাইব। You are fools! Why could'nt the Nowab capture you then and there in the Darbar camp?
ওয়াল্‌স্। Umichand—
ক্লাইব। A greater knave than you are fools.

জহরার প্রবেশ

Who are you? Ardali—
জহরা। আমি সাহেবদের পেছনে পেছনে এসেছি, আর্দ্দালির অপরাধ নাই। আমায় ঘৃণা করো না, একটী ক্ষুদ্র তৃণ জ্বলে নগর দগ্ধ করে। সত্যই নবাব, সাহেবদের বন্দী ক’রতো। দরবারতাঁবুতে বন্দী করে নাই, তার কারণ, লোককে জানাতে চায়, যে তার কর্ম্মচারীরা কি করেছে, তা জানে না। যেমন বলে, অন্ধকূপে হত্যার কথা কিছুই জানে না, সেইরূপ এই সাহেবদের বন্দী ক’রে ব’ল্‌তো, আমার আম্‌লারা কি ক’রেছে জানি না। নবারের তোপ এসে পৌঁচেছে; কেবল বড় তোপ গুলো এসে পৌঁছে নাই, আজ সন্ধ্যার সময় পৌঁছোবে। কাল প্রাতে আক্রমণ আরম্ভ হবে।
ক্লাইব। তুমি শত্রু নও কিরূপে জানিব?
জহরা। আমায় বন্দী ক’রে রাখো, আমার কথার একবর্ণও মিথ্যা হ’লে ফাঁসী দিও!
ক্লাইব। Governor Watson! what do you say for or against a night attack?
জহরা। হ্যাঁ সাহেব, আমি সেই ব’ল্‌তেই তোমাদের এখানে এসেছি, আজ রাত্রেই আক্রমণ করো।
ক্লাইব। কি! তুমি ইংরাজি জানো?
জহরা। না—তোমার ভাব-ভঙ্গিতে, তোমার মনোভাব বুঝেছি। আমি কে জানো? আমি হোসেন কুলির স্ত্রী, যে হোসেন কুলীকে নবাব স্বহস্তে রাস্তায় বধ করেছিল। আমি সেই অভাগিনী—প্রতিহিংসা-অনলে দিনরাত দগ্ধ হ’চ্ছি। কে নবাবের শত্রু, আমি তার মুখ-ভাবে বুঝ্‌তে পারি। নবাব সম্বন্ধে কে কি ব’ল্‌ছে, তার হাবভাবে তৎক্ষণাৎ আমার হৃদয়ঙ্গম হয়। সাহেব, অন্ধকার রাত্রি, আক্রমণের নিমিত্ত প্রস্তুত হও! আমায় অবিশ্বাস ক’রো না। আমি তোমাদের বন্ধু কি না জানি না, কিন্তু নবাবের পরম শত্রু।
ক্লাইব। আচ্ছা বিবি, তোম্‌কো খেলাত দেগা।
জহরা। হাঃ হাঃ! সাহেব ভেবেছ আমি খেলাতের প্রত্যাশী! না, না সাহেব—আমি সিরাজের শোণিত পিপাসী! পৃথিবীতে এত রত্ন নাই, সাগর-গর্ভে এত রত্ন নাই,—যে রত্ন আমাকে বশীভূত করে! তোমরা সাহেব সব জানো,—নারীর প্রতিহিংসা কি জানো না?
ক্লাইব। হাঁ, হাঁ বিবি!—তোমার বাক্য আমরা লইব, রাত্রে attack করিব। তুমি যাও, দূর হইতে তামাসা দর্শন করিবে, হামরা সব উড়াইয়া দিব। যাও বিবি, সেলাম।
জহরা। সাহেব, আমি যাবো না, আমি কেল্লায় থাক্‌বো। যদি কোন দুর্ঘটনায় তোমাদের যুক্তি বিফল হয়, তুমি আগে আমায় সন্দেহ ক’র্‌বে। তোমাদের সম্পূর্ণ বিশ্বাসভাজন না হ’লে আমার কার্য্যোদ্ধার হবে না। আমি যাব না। তোমরা যুদ্ধ জয় ক’রে আস্‌বে, সংবাদ পাবো, তার পর এ স্থান হ’তে যাবো।
ক্লাইব। Governor Watson! send for the blue jackets.
ওয়াট্‌সন্। All right.
ক্লাইব। আইস বিবি, হামাদের যুদ্ধ-আয়োজন দেখিবে। আজ নবাবকে শিক্ষা দিব।
সকলের প্রস্থান