বিষয়বস্তুতে চলুন

সুকান্ত সমগ্র/গীতিগুচ্ছ/৯

উইকিসংকলন থেকে

শীতের হাওয়া ছুঁয়ে গেল ফুলের বনে,
শিউলি-বকুল উদাস হল ক্ষণে ক্ষণে,
ধুলি-ওড়া পথের ’পরে
বনের পাতা শীতের ঝড়ে
যায় ভেসে ক্ষীণ মলিন হেসে আপন মনে

রাতের বেলা বইল বাতাস নিরুদ্দেশে,
কাঁপনটুকু রইল শুধু বনের শেষে।
কাশের পাশে হিমের হাওয়া,
কেবল তারি আসা যাওয়া—
সব-ঝরাবার মন্ত্রণা সে দিল শুধুই সংগোপনে॥