বিষয়বস্তুতে চলুন

সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আমার কবিতা

উইকিসংকলন থেকে

সুনির্মল বসুর

শ্রেষ্ঠ কবিতা

আমার কবিতা

আমার কবিতা
ছড়িয়ে রয়েছে
আকাশের মাঝখানে,—
আমার কবিতা
রণি’ রণি’ ওঠে
আকুল পাখীর গানে।
শরতের নব কাশের রাশিতে,
আমার কবিতা থাকে প্রকাশিতে,
ঝুরু-ঝুরু-ঝরা
শেফালী-তলায়
অতুল ফুলের রাশে—
সোনালী আলোয়
ঝিলিমিলি-রাগে
আমার কবিতা হাসে।

এসেছে শরৎ,
যেন সে আমার
মূর্ত কবিতাখানি,
আকাশে বাতাসে
ছন্দ জাগায়,
করে তারা কানাকানি।

আনন্দময়ী আসিছে জননী,
তাঁর আগমনী কবিতা শোনো নি?
আমার কবিতা
প্রসাদীর ফুল,
ঝরে পড়ে পলে পলে,—
আমার কবিতা
ধন্য যে হয়
মায়ের চরণতলে।