বিষয়বস্তুতে চলুন

সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আলোর দেশে

উইকিসংকলন থেকে

আলোর দেশে

জল-ছল‍্ছল্ ঝাপসা ভুবন
উজল হ’ল রে,
আলোর দেশে চলতে হবে,
তল্পি তোলো রে!

পিছন পানে তাকাস কেন?
চলতে কি মানা?
কালোর শেষের আলোর দেশের
ঐ তো সীমানা।

রূপের বাহার দেখবি যদি
আয় রে ছুটিয়া—
সবুজ-সোনার আঁচলখানি
পড়ছে লুটিয়া।

ওই যে মায়ের নীল আঁখি দ্যাখ্
মেদুর আকাশে,
স্নেহের উছাস জানতে কি পাস
মৃদুল বাতাসে?

উজল সোনার রথ দেখা যায়
উদয়-গগনে,
পাখীর গলার শঙ্খ বাজে
মধুর লগনে।

শিউলিতলায় অর্ঘ্য-থালা
ঐ কে সাজালো!
ধানের ক্ষেতে আজকে কারা
ঘুঙুর বাজালো!

কাশের বনে চামর কারা
ঢুলায় আদরে।
দিক্-বালাদের অন্তরে আজ
পুলক না ধরে।

কোন্ আমোদে বিশ্বভুবন
আজকে ভাসে রে!
সোনার স্বপন কে জাগালো
নীল আকাশে রে।