বিষয়বস্তুতে চলুন

সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/ঘর-মুখো

উইকিসংকলন থেকে

ঘর-মুখো

সাঁঝের আগেই কাজের ছুটি,—“ভাইয়া, বাজা মুর্‌লী—
আ ম’লো যা, আনন্দেতে বিকট গীতি জুড়লি।
গান থামা তুই, মুর্‌লী বাজা, আমি বাজাই মাদ্‌লা,—
ঘরমুখো চল, ঘরমুখো চল,—আসছে নেমে বাদ্‌লা।
বিজন-বনে বস্তি মোদের,—চল রে ছুটে ভাইয়া—
পথ চেয়ে আজ থাকবে বোন আর থাকবে বুঢ়ী মাইয়া;
সাঁঝের বাতি জ্বালিয়ে ঘরে আকুল হয়ে থাকবে—
চলতে পথে করলে দেরী—ভাববে তার ভাববে।
হপ্তা পরে মিললো ছুটি—কয়লা কাটা বন্ধ,
উঠছে হাসির হর্‌রা ভীষণ, বুক-ছাপা আনন্দ;
খোশ-মেজাজে চলব মোরা, নাইকো কোনো চিন্তা,—
(মাদল) তা ধিন্ ধিন্, তা ধিন্ ধিন্, ধিন্ ধিন্ তা, ধিন্ তা।

‘রবিবারে’র ছুটি রে কাল, তাই ত এত ফূর্তি—
তাই ত এত গানের বহর,—দিল্‌দরিয়া মূর্তি!

পড়বে বিজন পথের ধারে পাহাড় নদী জঙ্গলা—
ভয় কি তাতে? —আমরা দু’জন,—নান‍্কু এবং মঙ্গ‌্লা।
হয়ত পথে নামবে বাদল, হয়ত হবে রাত্রি,
হয়ত পথে ভিজবে দু’জন বন-গাঁ-মুখো যাত্রী;
ডাকবে শেয়াল বিকট রবে, পড়বে পথে হায়না,
মঙ্গ্লা মাঝি, নান‍্কু মাঝি—কিচ্ছুতে ভয় পায় না।
গানের তালে চরণ ফেলে’, মাদল-বাঁশির সঙ্গে—
নাচব তাধিন্-হাসব হো হো —চলব ছুটে’ রঙ্গে;
হপ্তা পরে একটি দিবস স্বাধীন, মোরা স্বাধীন,—
(মাদল) ধিন্ ধিন্ তা, ধিন্ ধিন্ তা, তা ধিন্ ধিন্, তা ধিন্॥