সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/শীত এলো

উইকিসংকলন থেকে

শীত এলো

ধীরে ধীরে শীত নামে
ধরণীর প্রান্তে,—
রজনীর শেষে আজ
পেরেছি তা জানতে;
ক্ষণে ক্ষণে বন-তলে
কনকনে হাওয়া চলে,—
ঝুরু ঝুরু কাঁপে পাতা,
শুনেছি একান্তে।

এলাম আবার যেন
তুষারের রাজ্যে,
ঝিম্-ঝিম্ হিম ঝরে
অবিরাম আজ যে;
আবার শীতের শুরু,
দেহ কাঁপে দুরু দুরু,
হিমেল জোয়ার এলো
দুনিয়ার মাঝ যে।

খোলা জানালায় দেখি
নিরালায় রাত্রে
কেঁপে সারা যত তারা
আকাশের গাত্রে;
চেয়ে দেখি বারে বারে
আকাশের ধারে ধারে
বাঁকা চাঁদ ভেসে চলে
হিম-নদী সাঁত্‌রে।

শীত এলো, শীত এলো
এবার নিতান্ত,
শীতের বেশেতে যেন
এসেছে কৃতান্ত;
হিমের পরশ লেগে
শেষরাতে উঠি জেগে,
কাঁপন ধরেছে ভাই,
লেপ কাঁথা আন্ তো!

গহিন রাতেতে জাগি
তুহিনের স্পর্শে,—
উঠে বসে ভাবি আমি,
কঁপি থর্‌থর্ সে,—
বরফের দেশ হতে
হিমানী-হাওয়ার স্রোতে
কে তুমি মোদের দেশে
আসো প্রতি বর্ষে?

ধোঁয়া আর কুয়াসার
ওড়না যে অঙ্গে,
দিনরাত হিম-হাসি
হাসো তুমি রঙ্গে;
আবার মোদের দেশে
এসেছ অতিথি-বেশে,
মেরুর আমেজ যেন
আনিয়াছ সঙ্গে।