সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/হারিয়ে গেলাম
হারিয়ে গেলাম
ভোরের বেলায় আমি
মাঠেতে এলাম,
কুয়াসা-সাগরে বুঝি
হারিয়ে গেলাম।
চারিধারে আবছায়া,
এ যেন জাদুর মায়া,
গোপনপুরের কোন্
আভাস পেলাম,—
হারিয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম।
আমি তো হারিয়ে গেছি
ঘন কুয়াসায়,
মোর সাথে যেন সব
ধরণী হারায়।
চারিধারে দেখি চাহি—
মাঠ নাহি পথ নাহি,
দৃষ্টি হরিল কোন্
সৃষ্টি-ছাড়ায়?
হারিয়ে গেলাম আমি
ঘন-কুয়াসায়।
হারিয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম,
চেনা এ জগৎ যেন
ছাড়িয়ে গেলাম।
পৃথিবী ছাড়িয়ে শেষে
এলাম মেঘের দেশে,
হতবাক্ হয়ে সেথা
দাঁড়িয়ে গেলাম।
হারিয়ে গেলাম আমি
হারিয়ে গেলাম।
দুরে কোথা পাখী ডাকে,
কথা শুনি কার?
কানে শুনি, চোখে নাহি
দেখি কিছু আর।
সব ঢাকা জ’লো চিকে,
কে ছড়ালো দিকে দিকে
আবছা উষার পরে
ঝাপসা তুষার?
দূরে কোথা ডাকে পাখী,
কথা শুনি কার?
রোদ জাগে, স’রে যায়
কুয়াসার চিক,
রাঙা আলো চারি পাশে
করে ঝিকমিক।
পরিচিত দুনিয়া সে
ফের যেন নেমে আসে,
কোথাও লুকিয়ে দূরে
ছিল যেন ঠিক;
রোদ জাগে, স’রে যায়
কুয়াসার চিক।