হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬)/চর্য্যাচর্য্য-বিনিশ্চয়/৩৬

উইকিসংকলন থেকে

৩৬

রাগ পটমঞ্জরী

কৃষ্ণাচার্য্যপাদানাং।  সুণ[১] বাহ তথতা পহারী
মোহভণ্ডার লুই সঅলা অহারী[২]॥ ধ্রু ॥
ঘুমই ণ চেবই সপরবিভাগা।
সহজ নিদালু কাহ্নিলা লাঙ্গা॥ ধ্রু ॥
চেঅণ ণ বেঅন ভর নিদ গেলা।
সঅল সুফল করি সুহে সুতেলা॥ ধ্রু ॥
স্বপণে মই দেখিল তিহুবণ সুণ
ঘোরিঅ অবণা গমণ বিহল॥ ধ্রু ॥
শাখি করিব জালন্ধরি পাএ
পাখি ণ রাহঅ মোরি পাণ্ডিআ চাদে॥ ধ্রু ॥

 সহজানন্দসুন্দরো হি কৃষ্ণাচার্য্যস্তমেবা[৫২ক]র্থং প্রতিপাদয়তি—

 সুন[৩] ইত্যাদি শূন্যমিতি। আলোকোপলব্ধিসংখ্যাজ্ঞানেন বাসনাগারং বোদ্ধব্যং। যোগীন্দ্রেণ তস্য বাসনাদোষং তথতাখড়্গেন প্রহৃত্য মোহং বিষয়াসঙ্গলক্ষণং সকলমহারিতমিতি।

 ধ্রুবপদেন ধ্যানলক্ষণমাহ—

 ঘুমই ণ ইত্যাদি। সহজানন্দযোগনিদ্রা[ং] যাতী(ন্তী)তি ন চেতয়তি। ন তত্র ভ্রষ্টো ভবতি। অতএব কৃষ্ণাচার্য্যসুন্দরো হি সহজানন্দযোগনিদ্রালুঃ(লুং)।

 তথাচ দ্বিকল্পে

ঘুমই গরুণহ ভক্ষণে ইত্যাদি।
তস্যাং সহজানন্দনিদ্রায়াং।

 দ্বিতীয়পদেন তমেবাহ—

 ন চিত্তচেতনাবিকল্পো বোধিনাদ্য[৪] তে। অতএব তেন জ্ঞানেন। সকলমিতি ত্রৈলোক্যং পরিশোধ্য নির্ভরং যথা ভবতি তথা জ্ঞাননিদ্রাং গতঃ।

 তৃতীয়পদেন স্বপ্রতিভাসজ্ঞানমাহ—

 স্বপনেত্যাদি। অবণাগবনমিতি[৫] পূর্ব্বোক্তক্রমেণ চন্দ্রসূর্য্যয়োর্যাতায়াতং খণ্ডয়িত্বা। ঘানিকেতি। অবধূতিকা[৫৩]পবনঞ্চ সহজানন্দ[ং]প্রবেশয়িত্বা। ময়[া] স্বপ্নবৎ ত্রিভুবনং দৃষ্টং শূন্যঞ্চ।

 তথাচাগমঃ

 যথা কুমারী স্বপ্নান্তরেষু সা পুত্র[ং] জাত[ং] মৃতঞ্চ পশ্যতি। জাতেঽপি তুষ্টা মৃতে দৌর্ম্মনস্কা এবং জানীথ সর্ব্বধর্ম্মান্।

 চতুর্থপদেন বজ্রগুরুমাহাত্ম্যমাহ—

 শাখি করীত্যাদি। শ্রীগুরুজালন্ধরিপাদান্ যস্মি[ন্] ধর্ম্মে সাক্ষিণঃ কৃত্বা তেষাং পা[দা]ব্জরেণুগণপ্রসাদাৎ। যে যে পুস্তকদৃষ্টিগতাঃ পণ্ডিতাচার্য্যাঃ। তে তে মম পাশসান্নিধানান্তরমপি ন পশ্যন্তি॥ ৩৬॥

  1. পুথি, সুশবাহ।
  2. পুথিতে অহারী এই অকারের নীচে একটি কুণ্ডলী আছে। পূর্ব্বে এই কুণ্ডলী থাকিলে অকার আকার হইয়া যাইত। কিন্তু এ পুথিতে আর কোথাও কুণ্ডলী না থাকায় ইহা আকার বলিতে পারিলাম না।
  3. গানে সুণ; টীকায় সুন।
  4. বোধনাদ্যতে, না-এর আকারের মাথায় একটি খুটুনী দেওয়া আছে। তাহাতে বোধ হইতে পারে, ওটি কাটা।
  5. গানে অবণাগমণ; টীকায় অবণাগবন।