হারামণি/১০

উইকিসংকলন থেকে
একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৪০-৪১)
◄  
১১  ►

১০

সে বড় আজব কুদরতি।
আঠার মোকামের মাঝে
ওরে জ্বল্‌ছে একটা রূপের বাতি
কে বোঝে কুদরতি খেলা,
জলের মধ্যে অগ্নি জ্বালা,
জানতে হয় সেই নিরালা
ওরে নিরক্ষিরে আছেন জ্যোতি।
চুনি, মনি, লাল ও-জওহরে
সেই বাতি রেখেছে ঘিরে,
তিন সময় তিন যোগ সে ধরে,
যে জানে সে মহারতি।

থাকতে বাতি উজ্জ্বল ময়,
দেখনা যার বাসনা হৃদয়,
লালন বলে কখন কোন সময়
ওগো অন্ধকার হয় বসতি।