বিষয়বস্তুতে চলুন

হারামণি/২৪

উইকিসংকলন থেকে

একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫০-৫১)
◄  ২৩
২৫  ►

২৪

মনের মানুষ না হলে গুরুর ভাব জানা যায় কিসেরে,
(গুরুর প্রেম জানা যায় কিসেরে)॥
লাল নীল, সিয়া সফেদ চার ফুল দুনিয়ার মাঝারে,
কোন্ ফুল কোন্ যোগে চলে, কোন্ ফুল গুরুর পূজায় লাগেরে?
উত্তরে তার শিয়রখানি দক্ষিণে পদরে,
পূর্ব্বদিকে দুই হস্ত রেখে, পশ্চিমে কয় কথারে॥

আসমানে তুই গাছের গোড়া, জমিনে দুই ডালরে,
ডালছাড়া ফল, বোট লম্বা গুরুর হাতের কলমরে।