বিষয়বস্তুতে চলুন

হারামণি/৩১

উইকিসংকলন থেকে

একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৫)
◄  ৩০
৩২  ►

৩১

বাঁকীর কাগজ মন তোর গেল হে জুড়ে।
যখন ভিটায় হও বসতি
ও মন দিয়েছিলে খোস্ কব্‌ল
ও আমি হর্‌দমে নাম রাখ্‌বো স্মৃতি
এখন ভুলেছ তারে।
আইন মাফিক নিবিখ দেনা
ও মন তাতে কেন করিস অলসপনা,
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে।
সুখ পা’লে হও সুখ-ভোলা,
ও মন দুখ পা’লে হও দুখ-উতলা,
লালন কয় সাধনের খেলা
মন তোর কিসে “জুৎ” ধরে॥