হারামণি/৩৪

উইকিসংকলন থেকে
একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৫৭)
◄  ৩৩
৩৫  ►

৩৪

পারে যাবে কি ধরে ওরে মন।
যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন। 
ইসরাফিলের শিঙ্গা রবে।
জমিন আসমান উড়ে যাবে,
হবে নৈরাকারময়
কে ভাসবে কোথায়।
চুলের সাঁকো তাতে হীরার ধার,
ভাস্‌ছেরে সেই তুফানের উপর,
তাতে নজর হবে না
কোথায় দিবে পা সেই পথে।
পাপী অধম যার হেল্লা,
তরে যাবে পারের বেলা,
লালন বলে মন কি করিস এখন
ভবে চিনলেম না তারে।