বিষয়বস্তুতে চলুন

হারামণি/৩৯

উইকিসংকলন থেকে

একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬০-৬১)
◄  ৩৮
৪০  ►

৩৯

ভবের হাটে দিছেন খেয়া গুরু কর্ণধার
কত হইতেছে রে পার।

ধনী মানী পার করে না, পার করে কাঙ্গাল
কত হইতেছে রে পার।
বেলা থাকতে দাও রে পাড়ি সময় নাই রে আর,
অসময়ে পারের ঘাটে গিয়ে ঠেকবে রে এবার
কত হইতেছে রে পার ভবের ঘাটে।