হারামণি/৪৭
অবয়ব
< হারামণি
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৬-৬৭)
(পৃ. ৬৬-৬৭)
৪৭
উজান জলে পাড়ি ধরা রে গুরু আমার ঘোটল না।
ভবের নৌকাখানি উবুডুবু গুরু পাড়ি পেলেম না।
উজান জলে “জলফলা” বেজে গেছে,
উজান ঠেলা আমি পাড়ি পেলেম না।
আমার কেশে ধরে নেও পার করে,
নইলে কূল আর পেলেম না।
গোঁসাই নলিনচাঁদ বলে,
যাস্নেরে আর নদীর কুলে
গেলে পাবানা[১] যখন, প্রেমের অনল উঠবে জ্বলে,
জল দিলে আর নিববে না।
- ↑ পাবিনা।