বিষয়বস্তুতে চলুন

ভানুসিংহ ঠাকুরের পদাবলী/১৭

উইকিসংকলন থেকে

(১৭)


বাহার।

মাধব! না কহ আদর বাণী,
 না কর প্রেমক নাম।
জানয়ি ময়কো অবলা সরলা
 ছলনা না কর শ্যাম!
কপট! কাহ তুঁহু ঝূট বোলসি
 পীরিত করসি মোয়?
ভালে ভালে হুম অলপে চিহ্ণনু
 না পতিয়াব রে তোয়!
তুঁহু না জানসি প্রেমক ধারা
 কঠিন হৃদয় মধুভাষী—
পরশি দেহ মম সাঁচি বোল’ অব
 নহ তুঁহুঁ রূপ-পিয়াসী?

যাও শ্যাম তব্‌—মিলবে শত শত
 হমসে রূপসি নারী।
তুচ্ছ বালি হম কাহ তু টূটসি
 ক্ষুদ্র এ হৃদয় হমারি?
দূর রহয়ি হম রহব তোঁহাঁরই,
 সমরিব তোঁহারি বাণী,
চিন্তয়ি চিন্তয়ি তোঁহারি বদন
 তয়াগব ক্ষুদ্র পরাণী!
ছিদল-তরী সম কপট-প্রেম পর
 ডারনু যব মন প্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
 অবকুত নাহিক ত্রাণ!
মাধব, কঠোর বাত হমার।
 মনে লাগল কি তোর?
নিপট[] কঠিন দুখ সহয়ি কহনু সব
 ক্ষমগো কুবচন মোর!

মাধব! কাহ তু মলিন করলি মুখ?
 কুঞ্জে আসহ নাথ!
মধুর হাসি তুঝ হাসহ হাসহ
 রাখছ কাতর বাত!
নিদয়-বাত অব কবহুঁ ন বোলব
 তুঁহু মম প্রাণক প্রাণ!
অতি অবোধ হুম—ব্যথিনু হিয়া তব
 ছোড়য়ি কুবচন-বাণ!
বাত রাখ’ মঝু বেরি বোল’ পহু
 হমকো করহ সিনেহ![]
বেরি বোল পহু আদর বাণী
 চলহ কুঞ্জ বন-গেহ!
মিটল মান অব—ভানু হাসয়ত
 হেরই পীরিত-লীলা
কভু অভিমানিনী আদরিণী কভু
 পীরিতি-সাগর-বালা!

  1. নিপট—অত্যন্ত।
  2. আমার কথা রাখ একবার বল প্রভু যে তুমি আমাকে ভাল বাস।