পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—নিত্যানন্দ ঘোষ—১৬শ শতাব্দীর পূর্ববাদ্ধ। ややか○ দেখ কৃষ্ণ মরিয়াছে রাজা দুর্য্যোধন। সঙ্গেতে না দেখি কেন কর্ণ দুঃশাসন॥ শকুনি সঙ্গেতে কেনে না দেখি রাজন। কোথা ভীষ্ম মহাশয় গান্ধীর-নন্দন॥ কোথা দ্রোণাচার্য্য আর কোথা পরিবার। একেলা পড়িয়া আছেন আমার কুমার॥ কহ ছঃশাসন কোথা গেল পুত্রগণ। সহোদর ছাড়ি কেন এক দুর্য্যোধন॥ একাদশ অক্ষৌহিণী যার সঙ্গে যায়। হেন দুর্য্যোধন রাজা ধূলায় লুটায়। সুবর্ণের খাটে যার সতত শয়ন। ধূলায় ধূসর তন্ত্র হয়্যাছে এখন॥ জাতি যুথী পুষ্প আর চম্পা নাগেশ্বর। বকুল মালতী আর মল্লিকা সুন্দর ৷ এ সকল পুষ্পপাতি যাহার শয়ন। সে তন্ত্র লোটায় ভূমে নাহি সম্বরণ॥ অগুরু চন্দনগন্ধ কুঙ্কুম কস্ত রী। লেপন করয়ে সদা অঙ্গের উপরি॥ শোণিতে ভেস্তাছে (১) দেহ কৰ্দমে শয়ন। আহা মরি কোথা গেলে বাছ দুর্য্যোধন। তেজিয়া আলস্ত কেন না দেহ উত্তর। যুদ্ধ করিবারে বাছ ডাকে বৃকোদর। উঠ পুত্র তেজ নিদ্রা অস্ত্র লহ হাতে। গদাযুদ্ধ কর গিয়া ভীমের সহিতে॥ ভীমাৰ্জুন ডাকে তোমায় করিবারে রণ। প্রতি-উত্তর নাহি দেহ কেন দুর্য্যোধন। এত বলি গান্ধারী হইলে অচেতনা। প্রিয় বাক্যে নারায়ণ করেন সাস্বনা ৷ শুন শুন আরে ভাই হয়্যা একমন। নিত্যানন্দ ঘোষ কহে ভারত-কথন॥ (১) ভাসিয়াছে।