পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ ՏՆ দ্রোণ-বধ। দুর্য্যোধনের শোক। নন্দরামের প্রার্থনা। . বঙ্গ-সাহিত্য-পরিচয়। হেন কালে গদাধর বৈল্য শুন ধনুৰ্দ্ধর হের দেখ বীর ধনঞ্জয়। কাল-সৰ্পে দংশে দ্রোণে ঝাট কাটি পাড় বাণে এই বেলা কুন্তীর তনয়। তবে পার্থ ধনুৰ্দ্ধর বাণ এড়ে শীঘ্রতর সৰ্প বলি কাটে ধনুগুণি। কণ্ঠদেশে বিন্ধে ধনু অস্থির হইল তনু তাহাতে পড়িয়া গেল দ্রোণ॥ - রথেতে পড়িল দ্রোণ হেন কালে খৃষ্টদ্যুম্ন খড়গ লয়্যা ধাইল সত্বর। যেন ধায় মৃগপতি হেন মত শীঘ্রগতি উঠে গিয়া রথের উপর॥ কাটিল দ্রোণের শির ধৃষ্টদ্যুম্ন মহাবীর নিজ রথে আইলা ততক্ষণ। দ্রোণের নিধন দেখি দুর্য্যোধন মহাদুঃখী হাহাকার করেন রোদন॥ মহানাদে শব্দ করি কান্দে কুরু-অধিকারী পড়ি গেল ধরণী উপর। মহাশোকে রাজা কান্দে কেশপাশ নাহি বান্ধে আকুল হইলা নৃপবর॥ ব্যাস-বিরচিত কথা ভারত-অপূর্ব্ব-কথা - ইহা বিনে সুখ নাহি আর। রক্ত-কোকনদ-পদ ভক্তগণ-অনুগত অকিঞ্চন জনের আধার। নানারূপে অবতরি দৈত্যগণ ক্ষয় করি পাতকীর পরিত্রাণ-হেতু। এ ঘোর সংসার-মাঝে উদ্ধারিব দেবরাজে নিজ-নামে বান্ধি দিল সেতু॥ অভয় চরণ তোমার ভকতি রহুক মোর এই মাত্র মোর নিবেদন। ংসার-সাগর-ঘোরে পরিত্রাণ কর মোরে নন্দরাম দাস বিপ্লচন ৷