পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●धर्नेौ° ३ भधू-यांधिर्नेौ নিশাসে নিশাসে হাসি মরে* আসে, কে হাসে কে ভাবে—কে জানে। তরুর ছায়ায় কণয়ায় কায়ায়; হিয়ায় হিয়ায় স্থপূরে। ফুল-রেণু মত সুখ-সাধ কত ঝরে অবিরত, বধূ রে। দেহ ভেঙ্গে-চুরে’ দূর মেঘ-পুরে তারা সম ছুরে বাসনা— নয়নে নয়নে প্রেমের কিরণে বাচিয়া জীবনে ছ’ জন। যাই গলে’ ভেসে’ আাকাশের শেষে— কোন সুর-দেশে থমকি। তট-ফুলভুমে আধ-আধ ঘুমে প্রণয়িনী চুমে চমকি। ডুবে গেছে শশী, নিথর সরসী, ফুল রসি’ রসি খসিছে। সরে” গেছে গেহ, মরে” গেছে দেহ, স্বধু প্রেম-স্নেহ খসিছে। ●●