পাতা:অধিকরণমালা.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ऋ४]?म्र Sy8 s visit" এব বৈলক্ষণ্য হেতু প্রাণ হইতে যে ইন্দিয় পৃথক তাহাতে কোন সন্দেহ নাই ৷৷ ৮ ৷৷ - নবমাধিকরণ পৃথিব্যাদি ভূত সমুদায়ের স্রষ্ট ঈশ্বর, কিন্তু ভৌতিক দৃশ্যমান পর্ব্বত বৃক্ষাদির স্রষ্ট জীবকে বলা যায় যেহেতু কোন কোন শ্রুতিতে ভৌতিক সৃষ্টি বিষয়ে জীবের অন্বয দৃষ্ট হয়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে ঈশ্বর জীবৰূপে দেহে প্রবেশ করিয়াছেন বলিয়া প্রবেশেতে । জীবের অন্বয়, নতুবা ভৌতিক সৃষ্টিতে জীবের অন্বয় নহে, কেন না গিরি নদী मभूजानि নির্ম্মাণে জীবের সামর্থ্য নাই, অতএব ঈশ্বরই জগৎ নির্ম্মাণের কর্ত্ত ॥৯ ৷৷ ইতি দ্বিতীয়াধ্যায়ে চতুর্থপাদ । দ্বিতীয়াধ্যায় সমাপ্ত । -அelஅ%leஅ-ெ