পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్క్రిస్రి ' অনুক্রম থাকে। আমরা হিন্দুর মেয়ে, আমাদের সব সহ হয় । আমি রাধতে যাই—তুমি বেবিকে দিয়ে ইস্কুলে একখানা চিঠি লিখে দাও।” মাসি-ম। তখনই চিঠির কাগজ লইয়া লিখিতে বসিলেন বটে, কিন্তু এগারোটার সময় বেবী যখন ইস্কুলে চলিয়া গেল, তখনও তাহাঁর পত্র শেষ হইল না । মণি আসিয় তাহাকে ধরিয়া স্নান করাইল । তথম মাসি-মা দেখিলেন যে সে জামা-জুতা ছাড়িয়া একখান মোট তসরের শাড়ী পরিয়াছে। বুদ্ধিমতী মাসি-ম। কোন কথাই জিজ্ঞাসা করিলেন না । সমস্ত দিন কাটিয়া গেল। বিকাল বেলায় কারণ, ধীরেন ও অনুপম একত্র অসিয়া উপস্থিত হইল । X & কাশীর বাঙ্গালীটোলায় এক সঙ্কীর্ণ গলির ভিতরে বড় একটি বাড়ী ভাড়া করিয়া এক বৃদ্ধ বাঙ্গালী তথায় বাস করিতেন। মহল্লার লোকে কেহ তাকে চিনিত না, ধর্ম্মে-কর্ম্মে কখনও তাহাকে দেখা যাইত না । সেইজন্য কাশীর লোকে তাহার নাম রাখিয়াছিল, “বেন্ম বাবু” । ব্রাহ্ম হইয়া লোকে যে কেন কাশীবাস করিতে আসে, এ-কথা কাশীবাসীরা বুঝিতে পারিত না । তাহার সম্বন্ধে আলোচনা কল্পনা জল্পনা সমস্ত হইয়া গেলেও যখন তাহার পরিচয় পাওয়া গেল না, তখন কাশীর লোক ক্রমশঃ তাহাকে ভুলিয়া গেল। জালামুখীর এক বৃদ্ধ ব্রাহ্মণ র্তাহার রন্ধন করিত এবং কুমাউনের এক খাসিয়া অন্য কাজ করিত ; কাশীর মজুর্নী পর্য্যন্ত তাহার বাসন মাজিতে পাইত না। জিজ্ঞাসা করিলে পাচক মণিরাম বা তৃত্য বীরবল বলিত, বাবু স্ত্রীলোক পছন্দ করেন না। সে বাড়ীতে ডাক-হরকরা কোনদিন একখানি পত্রও মানিত না । , ,