পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমুক্রম רייט “ত, যে কাজই থাক তুমি আমার বাসায় উঠে এস।” "আজকে বিকেলেই তবে তাসব ।” “অরি বিকেলে প্রয়োজন কি, এই বেলাতেই এসে।” অনুপমকে উত্তর দিবার অবসর না দিয়া তারাপদ বাবু একটি ' ছোট ঘণ্ট। বাজাইলেন । বীরবল বাহিরেই দাড়াইয়াছিল, সে ছুটিয়া আসিলে, তারাপদ বাবু তাহাকে বলিলেন, “ওরে মণিকে ডেকে দিয়ে স্বা”— · মণির নাম শুনিয়া অনুপম শিহরিয়া উঠিল । বীরবল চলিয়া গেলে তারাপদ বাবু বলিলেন, “দেখ বাবাজী, তামার এখানে লোকজন বড় একটা আসে না, কিন্তু আমাদের পাড়ার ত্রিপুর দিদি কাশীর অনেক সন্ধান রাখেন। আমি তাকে ডাকিয়ে পাঠাচ্ছি ।" অনুপম মাথা নত করিয়া বলিল, “আমি এসে ত্রিপুরাদিদির বাড়ীতেই উঠেছি ।” তাহার উত্তর শুনিয়া তারাপদ বাবু বলিলেন, “তাতে কি হয়েছে ? ত্রিপুর দিদি নান কারণে আমার বাধ্য, কাশীতে বাঙ্গালী মেয়েদের মধ্যে আমন ভদ্রস্ত্রীলোক দেখা যায় না। তুমি কি কারণে এসেছ, বাবাজী ?” 尔 অনুপমের আর উত্তর দেওয়া হইল না। কারণ সেই সময়ে মণি আসিয়া উপস্থিত হইল । অনুপমকে দেখিয়া মণির মুখে বিস্ময়ের কণামাত্রও দেখা গেল না কিন্তু অনুপম তাহাকে দেখিয়া উঠিয় দাড়াইল, তাহার মুখখান লাল হইয়া উঠিল । তারাপদ বাবু তখন বইয়ের পাতা উন্টাইতেছিলেন, তিনি দুইজনের কাহারও মুখের দিকে ন৷ চাহিয়া বলিলেন, “মণি, এটি গোবিন্দর ছেলে, আমাদের বাসায় দিনকতক থাকবে, তুই ওর জন্তে ওপরের একটাঘর ঠিক করে দে ।”