পাতা:অন্নদামঙ্গল.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের অন্নদাপূজা ১০৫ বিরিঞ্চি পুরোহিত বিধান সুবিদিত পুজক আপনি মহেশু । আপনি চক্রপাণি যোগান দুৰম আনি নৈবেদ্য অশেষ বিশেষ । সুর্য্যাদি নব গ্রহ আপনগণসহ ইন্দ্রাদি দিকপাল দশ । কিন্নরগণ গায়* অঙ্গর নীচে তায় গন্ধর্ব্ব করে নানা রস ॥ নারদ আদি যত দেয়র্ষি শত শত চৌদিকে করে বেদ গন । বিবিধ উপচার, অশেষ উপহার অনেকবিধ বলিদান | অন্নদা জয় জয় সকল দেবে কয় डूबनउज्ञि কোলাহল । আনন্দে শূলপাণি করিয়া যৌড়পাণি পুজেন চরণকমল ॥ দেউলবেদীপর প্রতিম মনোহর - তাহাতে অধিষ্ঠিত प्राउ । সর্ব্বতোভদ্র নাম মণ্ডল চিত্রধাম লিখিল আপনি বিধাতা । সমুখে হেম ঘট আচ্ছাদি চারুপট পড়িয়া স্বস্তি ঋদ্ধি বিধিৰ । সঙ্কল্প সমাচরি গন্ধাধিবাস করি বিধানবিজ্ঞ ভাল বিধি ।